প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২১, ১২:২৫ এ.এম
আদিতমারীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আদিতমারীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে আপেল মিয়া নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ বিষয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহিন মিয়া।
শনিবার (১০জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় শাহিন মিয়া নিজস্ব পুকুরে মাছ চাষ করেন। প্রতিহিংসা বশত শুক্রবার রাতে প্রতিবেশি আপেল মিয়া তার চাষকৃত পুকুরে বিষ ঢেলে দেয়। শনিবার সকালে ভুক্তভোগী পুকুরে গিয়ে মাছ মরে ভেসে থাকতে দেখে। এ অবস্থায় অভিযুক্ত আপেল মিয়ার কাছে জানতে চাইলে বাড়ি থেকে আর বের হননি৷ বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বাড়ির বাইরে বের না হয়ে বাড়ি থেকেই বিভিন্ন ক্ষতিসাধন মূলক উক্তি করেন। পরে ভুক্তভোগী আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়ে বিচার ও ক্ষতির দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত আপেল মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করে কেটে দেন।
অভিযোগের বিষয়ে শাহিন মিয়া বলেন, আমি প্রতিবছরের ন্যায় এবারও পুকুরে মাছ চাষ করেছিলাম। প্রতিহিংসা বশত আপেল মিয়া পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়ে বিচার চেয়েছি।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফামুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy