জিহাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো.কামরুল ইসলাম, রায়হান পারভেজ অন্তর ও মো.রাকিব হোসেন নামে তিন নেতা আহত হয়। দুই গ্রুপই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী।
বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মুখে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
দলীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা এম সজিব, হৃদয় পাটওয়ারি, ফুয়াদ ও মাসুদরা হঠাৎ এলোপাতাড়ি পিটিয়ে ওই তিনজনকে আহত করে। উভয়পক্ষ একই নেতার অনুসারী ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছে।
খবর পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু সদর হাসপাতালে আহতদের দেখতে যান। তবে এ ঘটনায় কোন বক্তব্য দিতে রাজি হননি বাবলু।
এবিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply