ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল থেকে আনন্দভ্রমন করতে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় তমাল মন্ডল (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আটটার দিকে পটুয়াখালী- কুয়াকাটা সড়কের আমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তমাল কাছিপাড়া ইউনিয়নের বাহেচর গ্রামের মন্টু মন্ডলের ছেলে। কাছিপাড়া আব্দুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তমাল ,উজ্জ¦ল ব্যাপারী ও শুভ বিশ্বাস এই তিন বন্ধু আনন্দভ্রমন করতে মোটরসাইকেলে বাউফলের কাছিপাড়া এলাকা থেকে সমুদ্র সৈকত পটুয়াখালী কুয়াকাটার উদ্দ্যোশে রওয়ান হন। এ সময়ে আমতলী বাজারের দক্ষিন পাশে পৌছালে একই দিকের একটি গাড়ীকে অতিক্রম করতে গেলে মোটরসাইকেলের পিছন থেকে সড়কের ওপর পড়ে যায় তমাল।
মুহুর্তের মধ্যে বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মাইক্রোবাসে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তমাল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মরিয়ম বেগম নিশু।