আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রেমের অভিনয় করে কিশোরিকে ফাঁদে ফেলে চার বন্ধু মিলে ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত তিনজনই এজাহার ভুক্ত আসামী।
বুধবার (২২ মার্চ) ভোরে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার উজ্জ্বল দত্তের ছেলে পলাশ দত্ত (২৬), রতন মল্লিকের ছেলে শিপংকর মল্লিক (২৭) ও নারায়ন দত্তের ছেলে চন্দন দত্ত(২৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত চার জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি প্রেমিক রকি (২০) পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত- গত ১৫মার্চ উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে নিয়ে গিয়ে প্রেমিক রকি,তার বন্ধু পলাশ, শিপংকর ও চন্দন মিলে ওই কিশোরী (১৬) কে গণধর্ষণ করে। পরবর্তিতে ভিকটিম লিখিত অভিযোগ দিলে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।
বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে পুরো উপজেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy