রফিক তালুকদার, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাক-সিএনজি(অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে মো.হানিফ (৬৪) নামের একজন অটো চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর)ভোর ৬টার সময় ( পিএবি) সড়কের কালাবিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই নিহত হন অটোরিক্সা চালক। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। এতে নুরুজ্জামান নামের একজন যাত্রী ও অপর একজন পথচারী আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি গরুবাহী ট্রাক বিপরীত দিক থেকে অাসা একটি মাছবাহী সিএনজিট(অটোরিক্সা)’র সাথে কালাবিবির দিঘির মোড়ের অল্প দক্ষিনে মু্খোমুখি সংঘর্ষে পতিত হলে এই দুর্ঘটনা ঘটে, এতে ঘটনা স্থলেই নিহত হয় সিএনজি চালক হানিফ।
আনোয়ারা থানার কর্তব্যরত কর্মকর্তা এর সত্যতা স্বীকার করে বলেন, ভোর ৬টার সময় ট্রাক-সিএনজি মু্খোমুখি সংঘর্ষ হয়।
এতে একজন নিহত ও দুইজন অাহত হয়।
Leave a Reply