মারা যাওয়া আবদুল্লাহ-আল-মাসুম আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের পুত্র। মাসুমের পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ইছামতি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে দীপ্ত দত্ত নামের এক বন্ধুর সাথে বাসা থেকে বের হয়। গভীর রাত অবধি বাসায় না ফেরাতে বেশ উৎকন্ঠিত ছিলেন তারা। রাত ২টার দিকে কেউ একজন ফোন করে রাস্তায় একটি মরদেহ পড়ে আছে বলে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ জানান, মাসুমের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মাসুমের বাবা মোহাম্মদ ইউসুফের দাবি, তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি)এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply