প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ৯:৫৩ পি.এম
আনোয়ারায় তৈরী হচ্ছে ভেজাল খাদ্য, অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই এর অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও পানীয় তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৮মার্চ(সোমবার) বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব তানভীর হাসান চৌধুরী।
অভিযানে নিউ ঢাকা বেকারি নামক একটি খাদ্য তৈরীর কারখানা কে ৫০ হাজার ও কুল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব. তানভীর হাসান চৌধুরী জানান, অভিযানে গিয়ে দেখা যায়, বিএসটিআই'র অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল। অন্যদিকে কথিত মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে ড্রিংকিং ওয়াটার তৈরিতে
বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ করেনি, এমনকি নেই কোনও লেভেলও। অনুমতি ছাড়াই খাদ্য ও পানি উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করায় এ দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনগণের সুস্বাস্হ্য নিশ্চিত করনে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy