রফিক তালুকদার, চট্টগ্রামঃ
আগামী ৫জানুয়ারী অনুষ্ঠিত হবে চলমান ইউপি নির্বাচনের ৫ম ধাপের ভোট গ্রহন।
এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়নের ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাকি একটি ইউনিয়নে(জুইদন্ডী) মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না।
যে ১০ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে চেয়ারম্যান ১০ জন, সাধারণ সদস্য ৯০জন ও সংরক্ষিত নারী সদস্য ৩০জনসহ সর্বমোট ১৩০ জন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আর এদের নির্বাচিত করবেন ১০ টি ইউনিয়নের প্রায় দুই লক্ষ ভোটার।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী দশটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯৫,৪৫০। যার মধ্যে পুরুষ ১০২,৯৯১ এবং ৯২৪৫৯জন নারী ভোটা রয়েছেন।
১নং বৈরাগ ইউনিয়নে পুরুষ ১১৫৭৯জন ও মহিলা ১০৪১৪জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা২১৯৯৩ জন।
২নং বারশত ইউনিয়নে পুরুষ ১১৬০৮জন ও মহিলা ১০৫৫৫জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ২২১৬৩ জন।
৩নং রায়পুর ইউনিয়নে পুরুষ ১৪০৬৬জন ও মহিলা ১২৫৮৩জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ২৬৬৪৯ জন।
৪নং বটতলী ইউনিয়নে পুরুষ ৯৯৯৪জন ও মহিলা ৮৯৩২জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ১৮৯২৬ জন।
৫নং বরুমছড়া ইউনিয়নে পুরুষ ৮৮৯৪জন ও মহিলা ৭৯৪৪জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ১৬৮৩৮ জন।
৬নং বারখাইন ইউনিয়নে পুরুষ ১২৬৬৫জন ও মহিলা ১১২৮৪জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ২৩৯৪৯ জন।
৭নং আনোয়ারা সদর ইউনিয়নে পুরুষ ৫২৪৫ জন ও মহিলা ৪৭২৫জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ৯৯৭০ জন।
৮নং চাতরী ইউনিয়নে পুরুষ ৮২৭৩জন ও মহিলা ৭৬৪৬ জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ১৫৯১৯ জন।
৯নং পরৈকোড়া ইউনিয়নে পুরুষ ৯৩৫৯জন ও মহিলা ৮২৬৯জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ১৭৬২৮ জন।
১০নং হাইলধর ইউনিয়নে পুরুষ ১১৩০৮জন ও মহিলা ১০১০৭মিলে সর্বমোট ভোটার সংখ্যা ২১৪১৫ জন।
সবচেয়ে বেশী ভোটার হলো রায়পুর ইউনিয়নে যেখানে মোট ভোটার সংখ্যা ২৬৬৪৯ জন। আর সবচেয়ে কম ভোটার হলো আনোয়ারা সদর ইউনিয়নে যেখানে মোট ভোটার সংখ্যা ৯৯৭০ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy