চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামস্থ আনোয়ারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা তরনী সেন মিত্র মারা গেছেন।
শনিবার ( ২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
দির্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এর নেতৃত্বে রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এসময় আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও শেখ জোবায়ের আহমেদ, থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার এম এ মান্নান, বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দরা তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে আনোয়ারা-কর্ণফুলী এলাকার সাংসদ ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।
Leave a Reply