প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২১, ২:২৬ পি.এম
আনোয়ারায় ভোররাতে আগুন, সস্পূর্ণ পুড়ে গেছে ছয়টি দোকান

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন রায়পুরে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান।
বুধবার ভোররাতে রায়পুরের ওয়াহেদ আলী বাজারে এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্র জানায় একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পার্শ্ববর্তি অন্যান্য দোকানে ছড়িযে পড়ে।
এতে হারুনের চায়ের দোকান, হেলালের কসমেটিকস্, আয়ুবের মুদি দোকান, ওসমানের মুরগী দোকান, নঈমের ইলেক্ট্রনিকের দোকান ও দিদারের কুলিং কর্ণার সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।
বাজারের ব্যাবসায়ী ও স্হানীয় জনতার সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয় আনোযারা ফায়ার সার্ভিস।
এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ত্রিশ লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ধারনা স্হানীয় ব্যাবসায়ীদের।
আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দুলাল কুমার মিত্র সূর্যোদয় প্রতিনিধিকে জানান ভোর পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। তক্ষণে ছযটি দোকান পুড়ে যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy