রফিক তালুকদার, চট্টগ্রামঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যন পদপ্রার্থী মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোহেল এর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
১৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোহেলের করা আপিলের নিস্পত্তি শেষে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপির অভিযোগ প্রমানিত হওয়ায় মনোনয়নটি বাতিল করা হয়।
এর আগে গত ১২ডিসেম্বর ৫ম ধাপের ইউপি নির্বচানের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে তাঁর মনোনয়নটি বাতিল করেন অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে বটতলী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এম এ মান্নান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরীর সোহেলেন বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তোলেন, যার প্রেক্ষিতে উক্ত ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনোনয়নটি বাতিল করেন।
পরে ওই স্বতন্ত্র প্রার্থী জেলা নির্বাচন অফিসে আপিল করেন।
অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুসারে তার মনোনয়ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আমার ক্রেডিট কার্ডে কিছু টাকা ঋণ ছিল, পরে তা পরিশোধ করেছি। প্রকৃতপক্ষে এই ভুলের কারণে মনোনয়ন বাতিল হতে পারে না, এটা সংশোধনযোগ্য। কিন্তু আপিল বোর্ড আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।
বটতলী ইউনিয়নে একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরীর মনোনয়ন বাতিলের পর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী ছাড়া আর কেউ নেই। সে হিসেবে এম এ মান্নান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেকটা নিশ্চিত।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলায় ১নং বেরাগ, ৬নং বারখাইন ও ৮নং চাতরী ইউনিয়নে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত তিন চেয়ারম্যান পদপ্রার্থী।