রফিক তালুকদার, চট্টগ্রামঃ
আজ মহা অষ্টমী, মহা ষষ্টী পূঁজার মাধ্যমে গত রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূঁজা। যা শেষ হবে আগামী শুক্রবার বিজয়া দশমীর দিনে প্রতীমা বিসর্জনের মাধ্যমে।
এ বারের দূর্গোৎসবে দক্ষিণ চট্টলার আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে সর্বমোট ১১১টি মন্ডপে পালন করা হচ্ছে প্রতীমা পূঁজা। এ ছাড়াও ১১৯টি মন্ডপে হচ্ছে পারিবারিক বা ঘট পূঁজা।
কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নে সর্বমোট ১৩টি মন্ডপে হচ্ছে প্রতীমা পূঁজা।
আনোয়ারা উপজেলায় সবচেয়ে বেশী প্রতীমা স্থাপিত হয়েছে ৬নং বারখাইন ইউনিয়নে, এ ইউনিয়নে ২০টি মন্ডপে হচ্ছে প্রতীমা পূঁজা।
এ ছাড়াও উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নে ১২টি, ২নং বারশত ইউনিয়নে ১১টি, ৩নং রায়পুর ইউনিয়নে ৪টি, ৪নং বটতলী ইউনিয়নে ১১টি, ৫নং বরুমচাড়া ইউনিয়নে ১টি, ৭নং আনোয়রা ইউনিয়নে ১৭টি, ৮নং চাতরী ইউনিয়নে ১৫টি, ৯নং পরৈকোড়া ইউনিয়নে ১১টি, ১০নং হাইলধর ইউনিয়নে ১৫টি এবং ১১নং জুঁইদন্ডি ইউনিয়নে ১টি মন্ডপে হচ্ছে প্রতীমা পূঁজা।
বৈশ্বিক মহামারী করোনার কারনে আরোপিত সরকারী বিধিনিষেধ থাকায় গত বছরের দূর্গোৎসব অনেকটা অনাড়ম্বর ভাবে পালিত হলেও এ বছর পুরোপুরি উৎসব মুখর পরিবেশেই পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব।
এ উপলক্ষে উপজেলা জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা।
এ প্রসঙ্গে আনোয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে শেষ করতে থানা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল টিম।
প্রশাসনের নিরাপত্তা ব্যাবস্থায় সন্তোষ প্রকাশ করে আনোয়ারা উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন ও সাধারণ সম্পাদক নিউটন সরকার বলেন সুষ্টু পরিবেশে উৎসবমুখর ভাবেই চলছে শারদীয় দূর্গোৎসব।
করোনার প্রাদুর্ভাব বিদ্যমান থাকায় স্বাস্থ্য বিধি মেনে উৎসব পালনের জন্য সর্বদা সচেতনতামূলক প্রচারনার ব্যাবস্থা করা হয়েছে সকল পূঁজা মন্ডপে।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..