জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর পূতি উপলক্ষ্যে (বুধবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের স্থায়ী নির্দেশনাসমূহ অত্যন্ত কার্যকরী, বিশ্বের অনেক দেশেই নেই। যুগোপযোগী দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার কারণে আমরা ঘূর্ণিঝড়ের প্রায় সাতদিন আগে এ বিষয়ে তথ্য পাই। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয়, তবে সঠিক পূর্বপ্রস্তুতি দুর্যোগের ক্ষতি কমায়। উপকূলীয় এলাকায় সরকার আশ্রয়ণ কেন্দ্রের মতো উন্নত অবকাঠামো এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী অনুষ্ঠানে স্বাগত জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন সভায় দুর্যোগ এবং এ বিষয়ে সচেতনতা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও সিপিপি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে খুলনা জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালে করণীয় ও উদ্ধার অভিযান বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy