
মোঃ মাসুদুর রহমান (নীলফামারী) সৈয়দপুর প্রতিনিধি :
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
তাই আজ একুশ ফেব্রুয়ারি সকাল ৯:০০ টার সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দগন ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নিজস্ব ব্যানারে শহীদদের স্মরণে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ বেদীতে। এ সময় শহীদ মিনারে
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন এর নেতৃত্বে শহীদদের শ্রদ্ধার জন্য এক মিনিট নীরবতা পালন এবং সকলকে শপথ বাক্য পাঠ করান।
এ জাতীয় আরো খবর..