প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২১, ১২:৩০ পি.এম
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন খাগড়াছড়ির মথুরা বিকাশ ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদান রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন খাগড়াছড়ি জাবারং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
বৃহস্পতিরার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক মো. শাফিউল মুজনবীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে মাতৃভাষার সংরক্ষণে অবদানের রাখায় ২০২১ সালে জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং আন্তর্জাতিক পর্যায়ে খাগড়াছড়ির মথুরা বিকাশ ত্রিপুরা ও উজবেকিস্তানের ইসমাইল গুলম মিরজায়েভিচ এ পুরষ্কার পাচ্ছেন।
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার চিত্র, মাতৃভাষায় শিক্ষা পরিস্থিতি, মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মথুরা বিকাশ ত্রিপুরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৪ দিন ব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
২১ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালিভাবে যুক্ত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy