আন্দোলন করায় মিয়ানমারে এক লাখ ২৫ হাজার শিক্ষক বরখাস্ত
FacebookTwitterShare
মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ করায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। আইন অমান্য করে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন।
The Daily surjodoy
নতুন শিক্ষাবর্ষ শুরুর হওয়ার কয়েকদিন আগে বরখাস্তের খবর এলো। অভ্যুত্থানবিরোধী আন্দোলনের অংশ হিসেবে অনেক শিক্ষক ও অভিভাবক এই শিক্ষাবর্ষ বর্জন করেছেন।
দেশটির শিক্ষক ফেডারেশনের ওই কর্মকর্তা জানিয়েছেন, শনিবার পর্যন্ত এক লাখ ২৫ হাজার ৯০০ জন শিক্ষক বরখাস্ত হয়েছেন। তবে নিপীড়নের ভয়ে ওই শিক্ষক তার পরিচয় জানাননি। অসন্তোষ উস্কে দেয়ার অভিযোগে এরইমধ্যে তিনি ‘ওয়ান্টেড লিস্টে’ রয়েছেন।
Surjodoy.com
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে যে, দুই বছর আগের এক জরিপ অনুযায়ী মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার।
গণমাধ্যমে ফেডারেশনের পক্ষে শিক্ষক বরখাস্ত হওয়ার তথ্য জানানো ওই শিক্ষক বলছেন, লোকজনকে কাজে ফিরতে হুমকি দেয়ার জন্য এসব করা হচ্ছে। যদি সত্যিই সত্যিই তারা এত শিক্ষককে চাকরিচ্যুত করে, তাহলে পুরো শিক্ষাব্যবস্থা অচল হয়ে যাবে।
The Daily surjodoy
তবে এ বিষয়ে জানতে সামরিক জান্তা কর্তৃপক্ষের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি রয়টার্স। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার স্কুলে ফিরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy