সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এদেশে অসংখ্য তরুণ নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাঁদের মূল উদ্দেশ্য। মানবতার কল্যানে নিজেকে বিলিয়ে দেয়া তেমনই একজন কিশোরগঞ্জের তৈয়ব মিয়ার পুত্র মোহাম্মদ বাবু।
অবশ্য এই নামে তাঁকে খুব বেশি কেউ চেনেন না। মূলত তিনি আপাদমস্তক একজন মানবপ্রেমী। ব্যবসায় তার পেশা হলেও মানব সেবা মোহাম্মদ বাবুর নেশা। ব্যবসার পাশাপাশি নিয়মিত সময় দেন মানুষের কল্যাণ মূলক কাজে।
বাবা মায়ের ৩ ভাই ১ বোনের সংসারের বড় সন্তান মোহাম্মদ বাবু ভাগ্য পাল্টাতে ব্যবসা শুরু করেন চট্টগ্রামের বাকলিয়া এলাকায়। ব্যবসার পাশাপাশি মানবপ্রেমী বাবু এলাকায় হয়ে উঠেন মানব দরদী বাবু। ব্যবসার সাথে সাথে কোনো গরিব পথচারী, পথশিশু চোখে পড়লে তাদের সাহয্য করতেন।
একসময় চিন্তা করলেন, এসব সাহায্যে আরো কিভাবে বাড়ানো যায় আর কিভাবে বেশী বেশী মানব সেবায় কাজ করা যায়। বর্তমান সময়ে মানুষ যেখানে প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েও তৃপ্ত নন, তাদের কেবল আরো চাই, আরো চাই ক্ষুধা, সেখানে সমাজের ভাগ্যহত এইসব মানুষদের অল্পতেই খুশি করা যায়। যাদের চাহিদাও খুব বেশি নয়। এমন চিন্তা থেকেই মানবিক সেবায় এগিয়ে আসেন বাবু। বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে মানবপ্রেমী মোহাম্মদ বাবু মানবতার ঢালি নিয়ে বসেন তিনি। অকাতরে মানুষের পাশে দাঁড়য়ে সেই সময় বিভিন্ন সহায়তা করেন তিনি। গরিব, দুঃখী, আসাহায় মানুষের পরম বন্ধু মোহাম্মদ বাবু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মানুষের জন্য।
এ নিয়ে মোহাম্মদ বাবু বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি যতটুকু পারা যায় গরিব মানুষদের সাহাঘ্য করতাম। এক সময় মনে হলো আমার এ কাজ যদি আরো বেশি লোকদের জন্য করা যায় , হয়ত আরও অনেকেই অনুপ্রাণিত হবে, তারাও তেমন কাজ করবে। সেই চিন্তা থেকে ১৯৯৯ সালে চট্টগ্রামে আসার পর থেকে ব্যবসার পাশাপাশি মানুষের জন্য কিছু করতে কাজ শুরু করি।
ব্যবসায়িক কাজে বিভিন্ন কাজে যাওয়ার পথে ফুল বিক্রেতা ছোট্ট শিশুরা দৌড়ে এলে তাদের থেকে বিশ টাকা মূল্যের ফুল নিয়ে বিনিময়ে দিচ্ছেন এক হাজার টাকার নোট। আবার গরিব দুঃস্থদের সঙ্গে নিয়ে দোকান থেকে কিনে দিচ্ছেন চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যদ্রব্য; বস্ত্রহীনদের কিনে দিচ্ছেন জামাকাপড়। তরুণদের অনুপ্রেরণা জোগাতে বাবুর এই ভিন্ন ধরনের মানবসেবা বেশ প্রশংসার দাবিদার । তার বিশ্বাস আগামীতে তার এই কাজে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করবে।
যতটুকু জানা মোহাম্মদ বাবু বাংলাদেশ বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সফল রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মভূমি কিশোরগঞ্জের বাটি ঘাগড়ার সন্তান। হাওড় পাড়ের সন্তান হিসেবে তাঁর হৃদয়, মন এবং চিন্তাও যেন হাওড় মতোই বিশাল।
বর্তমান সময়ে যেখানে সবকিছুতেই সো-আপ আর লোক দেখানো মানবসেবার একটা রিতি চলছে, সেখানে মোহাম্মদ বাবু নিজেকে আড়ালে রেখে মহৎ কাজ করে যাচ্ছে। এমনকি তার মুখটাও দেখান না। মোহাম্মদ বাবু বর্তমান সময়ে সত্যিকারের একজন মানবতার ফেরিওয়ালা।