আফ্রিকায় ডাকাতের গুলিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার সরওয়ার উদ্দিন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার রাতে আফ্রিকার মোজাম্বিক প্রদেশের জামবেজিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সরওয়ার উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়য়ের ৫ নম্বর ওয়ার্ডের বাড়পাড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। তিনিসহ আরও কয়েকজন বাংলাদেশি মিলে ওই আফ্রিকার এলাকায় ব্যবসা করে আসছিল।
আফ্রিকা থেকে মুঠোফোনে প্রবাসী সাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে সময় গতকাল সোমবার ভোর রাতে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশে দরজা ভেঙে সরওয়ার এবং পাশের রুমের থাকা সহকর্মী আহাসানের বাসায় ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে আহাসান পালিয়ে প্রাণে বেঁচে গেলেও সরওয়ার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সকালে সেখানকার প্রবাসীরা তাদের পরিবারের সমন্বয়ে সরওয়ার উদ্দিনের জানাজা শেষে একটি কবরস্থানে দাফন সম্পন্ন করেন।’
নিহতের বাবা রশিদ আহাম্মদ জানান, ছেলে সরওয়ার ছয় মাসের ছুটি কাটিয়ে তিন মাস আগে আফ্রিকায় কর্মস্থলে ফিরেছিলেন। কিন্তু এখন তিনি জানতে পারেন, সেখানকার সন্ত্রাসীরা গুলি করে ছেলেকে মেরে ফেলেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy