ময়মনসিংহ ভালুকা সহ বিভিন্ন উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকলে আমের গাছে খুব একটা কীটনাশক প্রয়োগের প্রয়োজন
হবে না।তবে ছত্রাক জনিত রোগেও আমের মুকুলফুলগুটি আক্রান্তহতে পারে।
এ বিষয় ছত্রাক নাশক অথবা এমাডোক্লোরিড গ্রুপে এর দানাদার সাইপারমেথ্রিন গ্রুপের কীট নাশকপানিতে মিশিয়েস্প্রে করা যেতে পারে বলে জানান কৃষি অফিসার এবং মুকুলের গুটিতে রূপান্তরিত হলে ২ বার স্প্রে করতে হবে।
এতে ছত্রাক জাতীয় রোগ থেকে আম মুকুল গুলো রক্ষা পাবে ও সে সঙ্গে আমের বাম্পার ফলনহবে বলে জানানকৃষিবিভাগ।