প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ১:৩৮ এ.এম
আবারো মামলার কারনে ক্ষুব্ধ হয়ে নিজ মোটর সাইকেলে আগুন
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
এবার হেলমেট না থাকায় পুলিশ মামলা দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে নিজের মটরসাইকেলে আগুন দিয়েছেন এক তরুণ।বৃহস্পতিবার দুপুরের পর পলাশী মোড় থেকে নিউ মার্কেট থানায় যাওয়ার সড়কের মাঝামাঝি ইলিয়াস মিয়া নামে এক চালক এ ঘটনা ঘটান বলে জানায় পুলিশ।ট্রাফিকের ডিসি (লালবাগ) মেহেদী হাসান বলেন, পলাশীর মোড়ে মামলা দেওয়ার প্রায় ৪০ মিনিট পর নিরিবিলি জায়গায় গিয়ে তিনি মটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।“এই মামলার আগে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। কিন্তু সেগুলো তিনি নিষ্পত্তি করেননি। তারপরেও তার কোনো কথা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতেন।”
লালাবাগ থানার ওসি এম এম মোরশেদ বলেন, “আমরা তাকে থানায় নিয়ে এসেছি, কথা বলছি জানার চেষ্টা করছি কেন তিনি এ কাজটি করেছেন।”গত সেপ্টেম্বরে রাজধানীর বাড্ডার লিংক রোডে পুলিশ মামলা দেওয়ার পর নিজের মটরসাইকেলে আগুন দিয়ে তা ফেইসবুক লাইভ করে আলোচনায় আসেন শওকত আলম সোহেল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy