নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মোঃ ইয়াহিয়া আজ বেলা ৩ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একটি শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আবু নাছের মোঃ ইয়াহিয়া’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার নীতি ও আদর্শই ছিল মরহুম আবু নাছের মোঃ ইয়াহিয়া’র রাজনৈতিক জীবনের পথচলা।
আদর্শনিষ্ঠ রাজনৈতিক জীবনের জন্য বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে, গণতন্ত্রের প্রতি তার ছিল গভীর আস্থা।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিনয়ী ও সদালাপী মরহুম আবু নাছের মোঃ ইয়াহিয়া নিজ এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
আমি আবু নাছের মোঃ ইয়াহিয়া’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।