বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান,
Facebook Twitter Instagram share
প্রশাসন মানেই তো সরকার, রাষ্ট্র, রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের কর্মচারি জনগণের অর্থে বেতন ভাতা সুখ শান্তি ভোগ করে, রাষ্ট্রের কর্মচারি জনগণকে সেবা করার কথা, তাঁদের গলা দাবানো,
Surjodoy.com
অপমান করার দায়িত্ব তো তাদের নয়, অপরাধ করলে এজন্য বিচারের নানা মাধ্যম রয়েছে। তবে কেনো এ ধরনের হিংস্রতা? সাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব তিনি একজন নারী হয়ে লেডি গ্যাং স্টার কায়দায়, দৈনিক প্রথম আলোর একজন সিনিয়র, নারী সাংবাদিক রোজিনাকে,
The Daily surjodoy
চিত করে ফেলে জামার কলার হোক কিংবা গলা টিপে ধরা হোক এ ধরনের উদ্ধত আচরনের সুযোগ পায় কিভাবে? এমনিতেই সাস্থখাতের বদনাম বারবার দেশের ভাবমুর্তি নষ্ট করেছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। এদের শেকড়ের সন্ধান করার এখন সময় এসেছে।
The Daily surjodoy
কারন ও কন্ঠটি শুধুই একজন নারী সাংবাদিক রোজিনার নয়, ও কন্ঠ ন্যায়ের, ও কন্ঠ জাতীয় গণমাধ্যমের, ও কন্ঠ বিবেকের, ও কন্ঠ গণতত্রের ও কন্ঠ মুক্ত মত প্রকাশের, ও কন্ঠ বাংলাদেশের, ও কন্ঠটি অস্তিত্বের প্রশ্ন।
The Daily surjodoy
বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা আমাদের দাবি ও এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযোগ্য ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আশা করছি।