আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকার জেলার সাভার উপজেলাধীন আমিন বাজার ইউনিয়ন পরিষদ বেদখল হয়ে যাওয়া কেন্দ্রীয় ঈদগার জমি উদ্ধারের পর সাভার উপজেলা পরিষদের পক্ষ পরিদর্শন এবং পরে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে আমিনবাজার মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে এই নাগরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আমিন বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রকিব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বলেন আমিন বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রকিব আহম্মেদের বেদখলকৃত জমি উদ্ধার করে জনগণের স্বার্থে দান করার সাহসী ভুমিকার প্রশংসা করেন। তিনি আরো বলেন এরকম মহৎ কাজ আমিন বাজারে আগে কেউ করে নাই।
তাই আপনারা এলাকাবাসী ভালো কাজে সবসময় রকিব পাসে থাকবেন। যেকোনো সমস্যাই সমাধান করতে পারবেন। পরে ঈদগাঁ মাঠের উন্নয়ন কাজে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ টাকা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে আমিন বাজার ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের নেতা কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy