ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানের ভেতর থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে! এ ঘটনায় ওই অঞ্চলের স্থানীয় লোকজনের মধ্যে রীতিমতো ভয় কাজ করছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে পাকিস্তানের স্থানীয় একটি নিউজ চ্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কবরস্থান থেকে একজন ব্যক্তির আওয়াজ শুনেছেন স্থানীয়রা। ওই ব্যক্তি সাহায্য চেয়ে বলছেন, ‘আমি এখনও বেঁচে আছি। সাহায্য করুন আমাকে।’
এ খবরের পর চাঞ্চল্য সৃষ্টি হতেই পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, কিছু দিন আগেই ধ্বস নামার কারণে কবরের ভেতরে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
পাকিস্তানের ওই নিউজ চ্যানেল জানায়, নিকটস্থ এক ব্যক্তির মৃত্যুর পর তার কবর জিয়ারত করতে কবরস্থানে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই ভূমিধ্বসের কারণে কবরের ভেতরে আটকে পড়েন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy