আমি আপনাদের ভাই, কারো ভাতিজা, কারো সন্তান তুল্য, কারো আত্মীয়। আমি এই বন্ধনটুকুই আঁকড়ে ধরে থাকতে চাই। আমি এমপি নির্বাচিত হলে কেউ স্যার বলবেন না। এতে দুরত্ব বেড়ে যাবে। আমি কারো স্যার হতে চাইনা। রাজশাহীর-৪ বাগমারা আসনে নৌকা প্রতীকের প্রচারনাকালে সাধারন ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকাল থেকেই তিনি সোনাডাঙ্গা ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের ভরট্র লিখড়াপাড়া থেকে গণসংযোগ আরম্ভ করেন। এরপর ফুলপুর, হিন্দুপাড়া, শেরকোল, শিমলাসহ সোনাডাঙ্গা ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগেরা সভাপতি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সামসুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন স্বপন, ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষন কমিটির আহ্বায়ক যুবলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ বুলবুল, সাহাদত হোসেন প্রমূখ।
এদিকে ওই দিন বিকেলে দ্বীপপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে, বাজারে, রাস্তার মোড়ে মোড়ে ভোটারদের কাছে প্রচারনা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ
প্রচারনাকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আ’লীগ সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শায়লা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy