বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে তাদের অভ্যার্থনা জানিয়েছিলেন বসুন্ধরা কিংসের কর্মকর্তারা। তার কয়েক ঘণ্টা পরই বসুন্ধরা কিংস জানতে পারলো দুঃসংবাদ।
এএফসি কাপের জন্য আগেই আভাস ছিল এএফসি কাপ এবার আর হচ্ছে না। কারণ এখনো আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠেনি অনেক দেশে। আবার এএফসি কাপ পেছানোরও সুযোগ নেই। কারণ, নতুন বছরে পরবর্তী এএফসি কাপের সিডিউল আছে।
তাই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পিছিয়ে ২০২১ সালে নিলেও এএফসি কাপ বাতিল করে দিয়েছে এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি।
বৃহস্পতিবার এএফসির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রথমবারের মতো এএফসি কাপে খেলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলটির লক্ষ্য ছিল জোনাল সেমিফাইনাল। সে লক্ষ্যে তারা প্রথমে মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোস ও দুই ব্রাজিলিয়ানকে দলভূক্ত করেছে; কিন্তু এএফসি কাপ বাতিল হওয়ায় বিপুল অংকের ক্ষতির মুখে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
‘ই’ গ্রুপে বসুন্ধরা কিংস একটি ম্যাচ খেলেছিল গত ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল তারা। কিন্তু করোনাভাইরাস টুর্নামেন্টরই মৃত্যু ঘটালো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy