প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৩:৩৬ পি.এম
আর্মি সার্ভিস কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনাঃ
বাংলাদশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ আজ সোমবার (০১-১১-২০২১) খুলনার জাহানাবাদ সেনানিবাস আর্মি সার্ভিস কোর সটোর এ্যান্ড স্ুল (এএসসিসিএ্যান্ডএস)-এ অনুষ্ঠিত হয়। সম্মলন প্রধান অতিথি হিসাব উপস্তি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলন উপস্তি সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্য তঁার দিক নির্দশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধ আর্মি সার্ভিস কোরের আত্মাৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্ত স্মরণ করেন। বক্তব্য তিনি আধুনিক যুদ্ধক্ষত্র প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উ্ভাবনী চিন্তা চেতনা সম্পন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশ এবং আÍর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনদন জানান। সম্মেলন সেনাসদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকুট্রিন কমান্ড, স্ানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ উপস্তি ছিলন।
আর্মি সার্ভিস কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন সেনাপ্রধানর এই উপস্থিতিতে অংশগ্রহণকারীদর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যদর মাঝে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনবর্যক্ত হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy