আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে উদ্ধার
ও এক অপহরণকারী আটক
সিজুল হক মিনা আলফাডাঙ্গা (ফরিদপুর ):
ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ গত শনিবার (২৪.০৭.২০২১) রাতে অপহরণ হওয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠিয়েছে।
অপহরণ হওয়া শিক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের ওই কিশোরী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
সে গত ১৫ জুলাই বিকাল পাঁচটার দিকে বাড়ি থেকে ঔষধ কেনার জন্য হেলেঞ্চা বাজারে যাচ্ছিল।পথে টিকরপাড়া সেতুর কাছে পৌঁছালে একটি মাইক্রোবাসে এসে অজ্ঞাত পরিচয় কতিপয় লোক তাঁর গতিরোধ করে। এ সময় তাঁরা জোরপূর্বক কিশোরীকে মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
মেয়ের সন্ধান না পেয়ে অপহরণের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে গত ১৯ জুলাই আলফাডাঙ্গা থানায় একটি অপহরণের মামলা করেন।মামলায় আসামি করা হয় বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের ছত্তার ফকিরের ছেলে জিয়া ফকির কে (৪০)। জিয়া রূপাপাত গ্রামে ভাড়া বাড়িতে থেকে ফেরিওয়ালার কাজ করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) থানার উপ পরিদর্শক মো. ইউনূছ আলী বিশ্বাস জানান, গত শনিবার (২৪.০৭.২০২১) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার গোপিনাথপুর বড় ব্রিজ এলাকার এক বাড়ি থেকে অপহরণ হওয়া ওই ছাত্রীকে উদ্ধার ও আসামি জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy