আলফাডাঙ্গায় সপ্তম শ্রেণির
ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সিজুল হক মিনা,আলফাডাঙ্গা (ফরিদপুর ):
ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় গত শনিবার(২৪.০৭.২০২১) এক ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু (মামলা নম্বর- ৬, তারিখ-২৪.০৭.২০২১)হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী
সুকান্ত মন্ডলের (১৫) নামে এ মামলা হয়েছে।সে হেলেঞ্চা গ্রামের সঞ্জয় মন্ডলের ছেলে। ঈদুল আজহার আগের রাতে সুকান্ত তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে তিনটি শুকরের (বণ্য প্রাণি) ছবির উপর ঈদ মোবারক লিখে পোস্ট দেয়।
এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেউলী গ্রামের আরিফুজ্জামান চাকলাদার আপেল বাদী হয়ে ওই মামলা করেন। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ. কাদের চাকলাদারের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পলাতক রয়েছে, গ্রেপ্তারে অভিযান চলছে।