প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৯:০২ পি.এম
আলীকদমে অবৈধ ভাবে পাহাড় কাটার ইউবিএম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা
![]()
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের আলীকদমে উপজেলায় ইউবিএম ব্রিক ফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জামাল উদ্দিন নামের এক ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। অর্থদন্ড পাওয়া জামাল উদ্দিন ইউবিএম ইটভাটার অংশীদার বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ইউবিএম মালিকপক্ষ দীর্ঘদিন ধরে এক্সেভেটর দিয়ে দিনে ও রাতের আধারে আমতলী ম্রো পাড়াস্থ বিভিন্ন পাহাড় কেটে মাটি গুলো ইট তৈরীর কাজে ব্যবহার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী ম্রো পাড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল জানান, “পাহাড় কাটা দন্ডনীয় অপরাধ। ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না এমন শর্তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন পাহাড় কাটা বন্ধে ভাম্যমান আদালত পরিচালনা অব্যাহত
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy