তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো:
মদ ও পতিতাসহ জেলা পরিষদের ডাক বাংলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া শফিকুর রায়হান নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ।
অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রায়হান নেতাকে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক সাংবাদিকদের সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক লিখিত বক্তব্যে জানান, গত শনিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে দিনাজপুর জেলা পরিষদের ভিআইপি ডাক বাংলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রায়হান নেতা অসামাজিক কার্যকলাপ, মদ্যপান অবস্থায় ২ জন মহিলাসহ পুলিশের হাতে আটক হয়।
যা বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। তার কর্মকান্ডে দলের ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন হয়। এর আগেও শফিকুর রায়হান নেতা পার্বতীপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানকে কর্তব্যরত অবস্থায় লাঞ্ছিত করেন। তার বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানা ও রেলথানায় ৫টি মামলা চলমান রয়েছে। ফলে মঙ্গলবার দুপুরে দলের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে উপজেলা আওয়ামীলীগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য যে, গত শনিবার দিনাজপুর ডাক বাংলায় জেলা পরিষদের ডাক বাংলো থেকে ২নারী ও ৩সহযোগীসহ প্যানেল চেয়ারম্যান শফিকুর রায়হান নেতাকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করে দিনাজপুর কোতওয়ালী থানা পুলিশ। পুলিশ এ বিষয়ে ২টি মামলা করে।