প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ২:৩৩ এ.এম
আলীদমে ভাল্লুকে আক্রমনে আহত-১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতার সম থং পাড়া এলাকায় বন্য ভাল্লুকের আক্রমনে এক জন আহত হয়েছে।
আহত ব্যক্তি হলো ক্রইল ম্রো (৭৬),তিনি আলীকদমের উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সম থং পাড়ার মৃত রেং হান ম্রো এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গত রাতে সম থং পাড়ার পাশের এক ঝিড়িতে মাছ ধরার জন্য একটি জাল পেতে রেখে আসে ক্রইল ম্রো। ভোরে ঝিড়ি থেকে মাছ সংগ্রহ করতে গেলে সেখানে একটি বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে। এসময় বন্য ভাল্লুকটি ক্রইল ম্রো কে কামড়ে শরীরের কয়েকটি স্থানে ছিড়ে ফেলে।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বলাই পাড়া আর্মি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে সেনাবাহিনীর ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতাল (সিএমএইচ) প্রেরণ করে।
প্রঙ্গগত,এর আগে গত ২৬ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে বন্য ভাল্লুকের আক্রমণে ২জন আহত হলে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী হেলিকপ্টার যোগে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy