1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
আলেকজান্ডার রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী।

আলেকজান্ডার রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৫.৪৯ পিএম
  • ২৬৯ বার পঠিত

 লক্ষীপুর জেলা প্রতিনিধি:

অনেক দিন যাবত সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতির আলেকজান্ডার সড়কটি।ফলে চরম জনদুর্ভোগের স্বীকার হচ্ছে স্থানীয়রা।একদিকে যেমন যান চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।অন্যদিকে রাস্তায় বড় বড় গর্ত হওয়ার কারণে ছোট-বড় নানা ধরনের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।বেশিরভাগ ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাসপাতালমুখী রোগী ও অটোরিকশা,সিএনএজি চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায় যে,লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। এই সড়কে সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে।অনেকেই সড়ক দুর্ঘটনা পঙ্গুত্ব বরণ অসহায়ত্ব জীবনযাপন করছে।উল্লেখ্য গত ১ মাসে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোতে রামগতি উপজেলার ২০ কিলোমিটার পাকা ও ৬০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্থ হয়।আশপাশের কয়েকটি ব্রীজ-কালভার্ট ভেঙ্গে যায়।

রামগতি উপাজেলার আলেকজান্ডার সড়কের মালি বাড়ি সংলগ্ন ব্রীজটির দু’পাশে সড়কের মাটি সরে গিয়ে ব্রীজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ব্রীজটি বর্তমানে ব্যাবহারের অনুপযোগী হওয়ায় রামগতি বিবির হাটের মধ্যে যোগাযোগ  ব্যাবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৭ কিলোমিটার রামগতির আলেকজান্ডার আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা। যানবাহন চলাচল তো দূরের কথা হাঁটা-চলাই কঠিন হয়ে পড়েছে।সড়কগুলোর মধ্যে চর গোসাই রোড, বিবির হাট রোড, দরবার রোড, মোল্লা রোড, মধ্য চর আলগী রোড, চর টবগী রোড, রহমত সুয়া রোড ও রব রোড বেশি ক্ষতিগ্রস্থ হয়।ক্ষতিগ্রস্ত ও চলাচলের অযোগ্য সড়কগুলো এবং ব্রীজ,কালভার্টগুলো দ্রুত মেরামতের মাধ্যমে রামগতির আলেকজান্ডারে যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পথচারী, সিএনজিচালক, মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনের তাগিদে সড়কগুলো দিয়ে চলতে গিয়ে প্রায়ই সিএনসি, অটো, মোটরবাইকের যন্ত্রাংশ বিকল হওয়াসহ দুর্ঘটনার কবলে পড়ছে হচ্ছে। রামগতি বাজার থেকে সদর আলেকজান্ডারে যেতে আগে সময় লাগতো আধা ঘন্টা। আর এখন সনয় লাগে এক ঘন্টারও বেশি।

তাও আবার চলতে হয় দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র অনিরাপদ যান সিএনজি দিয়ে। অনেকে বলছেন,আমরা লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলের সাধারণ জনগণ সব সময়ই অবহেলিত। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে লক্ষ্মীপুর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।অথচ এ অঞ্চলে লাখ-লাখ লোকের বসবাস।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত সড়কের সংস্কার না হওয়ায় এবং চলমান জোয়ার-ভাটার পানির স্রোতে সড়কগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়।ফলে পাকা সড়ক গুলোর বিভিন্ন স্থানে কার্পেটিং ও খোয়া ওঠে যাওয়ায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।রামগতি-আলেকজান্ডারে যাওয়ার যে কয়েকটি রাস্তা রয়েছে সবগুলোরই অচলাবস্থা। লে রামগতি উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ উপজেলা সদর কিংবা জেলা শহরে যেতে পড়তে হয় বিড়ম্বনায়।

এ সুযোগে সিএনজিচালকরা ইচ্ছেমতো ভাড়া হাঁকিয়ে নিচ্ছে। কেননা অনেক বছর ধরে এ অঞ্চলে বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সড়কগুলো দ্রুত মেরামতের মাধ্যমে বাস চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান তারা।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ক্ষতিগ্রস্থ পাকা সড়কগুলো এবং কয়েকটি ব্রীজ, কালভার্ট জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্থ ব্রীজ, কালভাট ও সড়কগুলো দ্রুত সংস্কার করতে বলা হয়েছে।

রামগতি-আলেকজান্ডারের মধ্যে যান চলাচলের উপযোগী করতে বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন বলে জানান লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

One response to “আলেকজান্ডার রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে”

  1. moppymubs says:

    27 The majority of women with uterine fibroids are asymptomatic, and consequently get less clinical attention; fibroid tumors often remain undiagnosed nolvadex and clomid pct

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews