শহিদুল ইসলাম, চৌহালি প্রতনিধি (সিরাজগঞ্জ)
১৫ আগস্ট শোকাবহ জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চৌহালী উপজেলায় নানা রকম কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে বিপদগামী কিছু সেনা সদস্য বঙ্গবন্ধুর সপরিবার কে হত্যা করে। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আলোচনাসভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ আফসানা ইয়াসমিন। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন চৌহালী থানা ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া। এছাড়াও সরকারি, বেসরকারি, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy