আজ ২১শে জানুয়ারি আলোকচিত্র শিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টুর জন্মদিন । ১৯৬৬ সালের এদিন তিনি নাটোরের গোপালপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন ।
ফটোগ্রাফির হাতেখড়ি বাবা লুৎফর রহমানের কাছে । দেশবরেণ্য গুণী আলোকচিত্র শিল্পী লুৎফর রহমান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পছন্দের একজন ফটোগ্রাফার ।
যিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর সাহচর্যে থেকে বহু অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রচুর ছবি তুলে খ্যাতি অর্জন করেন । তাঁরই সুযোগ্য সন্তান মোস্তাফিজুর রহমান মিন্টু আশির দশক থেকে আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে । মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনা সহ বিশিষ্ট সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের ছবি তুলে প্রশংসিত হয়েছেন । বাংলাদেশের বিনোদন ম্যাগাজিনে তার তোলা ছবি প্রচ্ছদ হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে । মোস্তাফিজুর রহমান মিন্টু তাঁর বাবার তোলা বঙ্গবন্ধুর ছবি নিয়ে 'চিরঞ্জীব মুজিব'(১৯৯৬) নামে ফটো অ্যালবাম সম্পাদনা করেন । 'বেতার বার্তা'য় প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত মাননীয় প্রধানমন্ত্রীর ছবি তুলে মিন্টু আলোচিত হন । মোস্তাফিজুর রহমান মিন্টুর তোলা ছবির প্রদর্শনী হয়েছে বহুবার । সফলতার উপহার স্বরুপ পেয়েছেন শেরেবাংলা পদক, মাদার তেরেসা পদক, কাজী নজরুল পদক সহ বেশ কিছু পুরস্কার । বর্তমানে তিনি বাংলাদেশ বেতারের আলোকচিত্র শিল্পী হিসেবে কর্মরত । যুক্ত আছেন বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি, বাচসাস, ফিল্মক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে । মিন্টু বাবার হাতে গড়া 'প্রতিচ্ছবি' ডিজিটাল স্টুডিওতে মডেলিং ফটোগ্রাফি করেন । জন্মদিনে তাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy