স্টাফ রিপোর্টারঃ
আশুলিয়ায় ডাকাত দলের ছোড়া গুলিতে আহত নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ। নিজ বাড়িতে ডাকাতি করতে দেখে ডাকাতদের বাঁধা প্রদান করলে,ডাকাত দল এ অভিনেতার পায়ে পর পর ৩ রাউন্ড গুলি করে। পরে গুলিবিদ্ধ অভিনেতা আজাদকে উদ্ধার করে রাজধানী ঢাকার উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া থানার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় আহত আজাদের স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন নাহারকেও ব্যাপক মারপিট করেছে দুর্বৃত্তরা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারীপাড়া এলাকার আমির আলীর পুত্র। তিনি ছোট পর্দার জনপ্রিয় নাট্যাভিনেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ তার স্ত্রী ও মা'সহ পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো বেপারীপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। এদিন ভোর রাতে তাদের তিনতলা বাড়ির দ্বিতীয়তলার রান্না ঘরের গ্রীল কেটে তিন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে।
এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার করে ঘর থেকে বের হন। মুহূর্তেই দুর্বৃত্তরা আজাদকে লক্ষ করে গুলি ছুড়লে আজাদের দুই পায়ে তিনটি গুলি লাগে। একই সময় তার স্ত্রী রোকসানা হককেও রড দিয়ে আঘাত করে এবং মা আজিজুন নাহারকে মারধর করে সন্ত্রাসীরা দ্রুত পলায়ন করে।
এলাকাবাসী তাদের চিৎকার শুনে ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন,বাড়ির লোকজনের উপর হামলা করলেও জিনিসপত্র খোয়া যায়নি।ডাকাত দল কোন উদ্দেশ্যে গুলি করেছে তা খতিয়ে দেখে ডাকাত দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy