শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া দেওয়ানবাড়ী বৈদ্যুতিক গোলযোগে অগ্নিপাতে সৃষ্টি হলে জিরাবো মডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা এক ঘন্টার অভিজানে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২০ নভেম্বর ২০২৩) দুপুর সাড়ে বারোটার সময়ে আশুলিয়ার কাঠগড়া দেওয়ানবাড়ী এলাকায় একটি কাঁচা টিনসেট থেকে অগ্নিপাতের সৃষ্টি হলে, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবু সায়েম এর নেতৃত্বে দুইটি ইউনিট তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে এক ঘন্টা অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায় ,একটি কাচা টিনসেড ঘরের বৈদ্যুতিক তারের থেকে অগ্নিপাতের সৃষ্টি হয়। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবু সায়েম বলেন, কাঁচা টিনসেটের বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আনুমানিক বিশ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।