সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার নিজ কক্ষ থেকে হাত-পা-মুখ বাঁধা এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
সোমবার (২০নভেম্বর ২০২৩) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকার শাহরিয়ার আলমের মালিকানাধীন তিনতলা ভবনের তিনতলার একটি কক্ষ থেকে দুরুল হুদা নামের যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় র্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
নিহত দুরুল হুদা (৪২) চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা উত্তর ফতেহপুর গ্রামের মৃত বাহের আলীর ছেলে। সে একটি কীটনাশক কারখানায় প্যাকিংম্যান হিসেবে কাজ করতো। তার স্ত্রী স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী মেহেরুন্নেসা সোমবার দুপুর আড়াইটার দিকে কারখানা থেকে ফিরে বাসায় ঢুকে রুমের মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পায়। নিহত দুরুল হুদার হাত ও পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ঘরের মেঝেতে পরে ছিলো। পরে স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কি কারণে যুবক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছি।
ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত অতি দ্রুতই জানানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy