প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২১, ৬:৪৫ এ.এম
আশুলিয়ায় জমি দখলের পায়তারায় ডিআইজি বরাবর অভিযোগের দেয়ার পরেও ছাত্রদের বিরুদ্ধে মামলা নিলেন ওসি-পর্ব-১
নিজস্ব প্রতিবেদকঃ-
ঢাকার আশুলিয়া থানাধীন দূর্গাপুর এলাকার হারুন-অর রশিদের ক্রয়কৃত সম্পত্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের পায়তারাসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রাখায় ভুক্তভোগী হারুনুর-অর রশিদ নিরুপায় হয়ে ন্যায বিচারের আশায় রেজাউল করিম,তৌফিকুর রহমান ও অবঃ মেজর পারভেজ আহম্মদ খানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে গত ১০ অক্টোবর ঢাকা রেঞ্জের (ডিআইজি) হাবিবুর রহমানের বরাবর একটি লিখিত অভিযোগ দেয়ার পরেও আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান ভুক্তভোগীদের লিখিত অভিযোগ যাচাই বাচাই ও কোন প্রকার তদন্ত না করে অভিযুক্ত প্রভাবশালীদের পক্ষ নিয়ে ৩ জন ছাত্রদের নামেও মামলা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে,আশুলিয়া থানাধীন বড় রাঙ্গামাটিকা কে এল নং- ৭৮ খতিয়ান নং, সি এস,০২, এস এ ১৪। আর এস,এ ১৪ আর,এস ১০২ দাগ নং সি,এস ও এস,এ ৬৩ আর এস ১৩৮, উক্ত দাগে মোট সম্পত্তি ১,৬৩-১/২ শতাংশ যাহার চৌহদ্দি উত্তরে শ্যামভানু ও নয়ন ভানু এর বিক্রিত জমি। দক্ষিণে বোদাই মাতবর,পূর্বে রাস্তা ও নয়ন খা পশ্চিমে রুপাই মণ্ডল। যাহার অত্র চৌহদ্দির মধ্যে ৩৩ শতাংশ হারুনুর-অর রশিদ ক্রয় সূূত্রে মালিক হইয়া ভোগ দখল করে আসছিল।
উক্ত বিবাদীরা ক্ষমতার প্রভাবে গত ০১/১১/২১-ইং সকাল অনুমান সকাল ১০ টায় তাদের সন্ত্রাসী বাহিনীদের দ্বারা উক্ত সম্পত্তিতে তারা ইট বালি সিমেন্ট রেখে জমি দখলের উদ্দেশ্যে রাখলে বিষয়টি হারুনুর-অর রশিদ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা প্রদান করলে এক পর্যায়ে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে।
তফসিল বর্ণীত সম্পত্তিতে গেলে মারাত্মক শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা বিদ্যমান রাখিয়াছেন মর্মে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিনিয়র সহকারী জজ সভার আদালত ঢাকার ৯/০২/২১ তারিখে দেওয়ানি আদালত একটি নিষেধাজ্ঞার জাড়ি মোকদ্দমা দায়ের করে যাহার নং-২৯/২০২১ উক্ত মামলাটি চলমান তাহার পরেও অভিযুক্তরা আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান কে হাতে রেখে ওসির ইঙ্গিতে থানার এসআই কায়সার একজন পুলিশ অফিসার হয়েও বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করিতেছে। এমনকি এ সম্পত্তির বিষয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা নং- ৩৭/২০২১-ইং একটি মামলা চলমানও রয়েছে।
তবুও আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান ইঙ্গিতে সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখে গত ৩ রা নভেম্বর কোন প্রকার তদন্ত ছাড়াই হারুনুর-অর রশিদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযুক্তরা যে মামলায় বাঁধন সরদার(২৬),মাহিন সরদার(১৯) ও তুহিন সরদার(১৭) নামে স্কুল পড়ুয়া তিনজন ছাত্রদেরকেও আসামী করা হয়েছে। বিস্তারিত আরো আসছে--
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy