আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
আশুলিয়ায় অপহরনের চার ঘন্টা পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে র্যাব-৪। এ ঘটনায় আটক করা হয়েছে ১১ অপহরনকারীকে।
রবিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
এর আগে শনিবার( ২৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া শিকদারের মোড় এলাকা হতে ঐ শিশুকে অপহরণ করা হয়। পরবর্তীতে বিকেলে আশুলিয়ার আড়িয়ার মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।
আটকরা হলেন ০১। মোঃ মিলন হোসেন হৃদয় (২৪), জেলা- কুষ্টিয়া, ০২। মোঃ আরিফ (২১), জেলা- ঢাকা, ০৩। মোঃ মেহেদী হাসান (১৯), জেলা- ঢাকা, ০৪। মোঃ সোহাগ খান (১৯), জেলা- ঢাকা, ০৫। মোঃ আবু হাসনাত (১৯), জেলা- ঢাকা, ০৬। মোঃ শাওন ইসলাম (২০), জেলা- ঢাকা, ০৭। মোঃ আজম আলী (২০), জেলা- ঢাকা, ০৮। মোঃ সুমন ইসলাম (১৯), জেলা- ঢাকা, ০৯। মোঃ রবিন (২২), জেলা- ঢাকা, ১০। আব্দুল আহাদ (২০), জেলা- জামালপুর, ১১। মোঃ রাজু (২০), জেলা- খুলনা,
র্যাব জানায়, শনিবার সকাল সাড়ে এগারোটার সময়ে আশুলিয়া থেকে ১২ বছরের শিশুকে অপহরণ করা হয়। দুপুরে র্যাবে অভিযোগ জানালে ছায়াতদন্ত শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, অপহৃত শিশুটি আশুলিয়ার একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।ওই শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় মিলন ও তার সহযোগীরা উত্ত্যক্ত করত। শনিবার সকালে শিশুটি পায়ে হেঁটে মাদ্রাসায় যাওয়ার সময় মিলন ও আরিফ চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে
মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে আশুলিয়ার নবীনগর ও পল্লীবিদুৎ এলাকা ঘুরে আড়িয়ার মোড়ের একটি টিনশেড বাসায় নিয়ে যায়। পরে র্যাব অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে। এসময় জব্দ করা হয় দেশীয় অস্ত্রসহ ৩০০ পিস ইয়াবা, ৪০৯ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ।
র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে