হাজি মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
ভোলা জেলার জনতা’ আমরা সবাই একতা’ এই শ্লোগানকে সামনে রেখে মানবিক সেবামুলক কার্যক্রমের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন জনতা বাজার ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র জুয়েলের চিকিৎসার সার্বিক খোজখবর নিয়ে তার হাতে তুলে দেন আর্থিক সহায়ত দেয়া হয়।
গতকাল শুক্রবার ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি মোক্তার হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চরফ্যাশনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হতদরিদ্র জুয়েল (২২) দেখতে গিয়ে মানবিক সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে তাৎক্ষনিক নগদ ১০ হাজার টাকা অনুদান তুলে দেন।
এসময়ে আরও উপস্হিত ছিলেন ফোরামের সহসভাপতি মেহেদি হাসান চৌধৃরী,সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সজীব।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেন্বর দুপুর ১২টায় চরফ্যাশন থেকে দ্রুতগামী তৈলের ট্যাংকার ও যাত্রীবাহী বোরাকের মুখোমুখী সংঘর্ষে ৮জন যাত্রীর মধ্যে ২জন নিহত হয়।কলেজ ছাত্র জুয়েল গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত জুয়েল টাকার অভাবে চিকিৎসা করাতে পাছেনা। হতদরিদ্র পিতা রুহুল আমিন বিশ্বাস ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। দরিদ্রপরিবারের পক্ষে সন্ভব নয় ছেলের চিকিৎসা চালানোর।
ভোলা জেলা নাগরিক কমিটির (দক্ষিণ)এর সভাপতি এম আবু সিদ্দিক কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি মোকতার হোসেনকে অবহিত করলে জুয়েলের পাশে আর্থিক সহায়তা নিয়ে তার পাশে দাড়ান।
ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির হাজি মোকতার হোসেন জানান জুয়েল এখন অনেকটা সুস্হ হওয়ার পথে নিজে নিজে দাড়ানোর চেস্টা করছে।উন্নত চিকিৎসা পেলে সে দ্রুত সুস্হ হয়ে অচিরেই আবারও স্বাভাবিকভাবে হাটতে পারবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy