ইংল্যান্ডে আরও এক মাস বাড়তে পারে লকডাউন
| ১২ জুন ২০২১ | ১২:৫৭ অপরাহ্ণ
ইংল্যান্ডে আরও এক মাস বাড়তে পারে লকডাউন
FacebookTwitterShare
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ হার নতুন করে ভাবাচ্ছে ব্রিটিশ প্রশাসনকে। সে কারণেই লকডাউনের মেয়াদ বাড়ানোর চিন্তা করছে তারা। চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়তে পারে ইংল্যান্ডে।
Surjodoy.com
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গুলো। সোমবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
The Daily surjodoy
এর আগে, চলমান লকডাউন আগামী ২১ জুন তুলে নেয়ার পরিকল্পনা ছিল। ঘোষিত এই তারিখের পর থেকে সামাজিক মেলামেশায় আরোপিত বিধিনিষেধ উঠে যাওয়ার আশা ছিল ব্রিটিশ নাগরিকদের।
The Daily surjodoy
কিন্তু করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে সংশ্লিষ্টরা মনে করেন, লকডাউন বাড়ানো হলে দেশটিতে চলমান টিকাদান কর্মসূচির বড় সাফল্য আসবে। সে কারণেই ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনও লকডাউন বাড়ানোর ব্যাপারে জনস্বাস্থ্যবিদদের সঙ্গে সহমত পোষণ করেছেন।