লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
ইংল্যান্ড ও ওয়েলসে বিবাহ বিচ্ছেদ বেড়েছে বলে জানিয়েছে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যানে দেখা গেছে গত ৫ বছরের মধ্যে সর্বাদিক সংখ্যা বিচ্ছেদ ঘটেছে ২০১৯ সালে।
২০১৯ সালের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডেটা মতে ১০৭,৫৯৯ টি বিপরীত লিঙ্গের ডিবোর্স হয়েছে , যা ২০১৮ সালে ৯০,৮৭১ এর তুলনায় ১৮.৪ % বৃদ্ধি পেয়েছে । এর আগে ২০১৪ সালে সর্বোচ্চ, ছিলো ১১১,১৬৯টি।
বেড়েছে সমকামী বিয়ের ডিভোর্সও । এই সংখ্যা ২০১৮ সালের প্রায় দ্বিগুন। মোট ৮২২ সমকামী ডিভোর্স ঘটনা ঘটেছে। বিবাহ বিচ্ছেদের কার হিসেবে বলা হয়েছে এর জন্য ৪৯% স্ত্রী এবং ৩৫% স্বামী আবেদন করেছেন। আর সমকামীদের মধ্যে ৬৩% মহিলা সমকামী এবং ৭০% পুরুষ সমকামী বিচ্ছেদের জন্য আবেদন করেন। বতর্মান আইন অনুযায়ী স্বামী/স্ত্রী চাইলে একে অন্যের কাছ থেকে ২ বছরের জন্য পৃথক থাকতে পারেন কিংবা উভয় পক্ষ রাজী থাকলে ৫ বছর পর্যন্ত পৃথক থাকার বিধান রয়েছে।
ওএনএস জানিয়ে খুবই সাধারণ কারনে বিবাহ ভেঙ্গে যাচ্ছে। আর ২০১৪ সালের পর থেকে সমকামী বিয়েও ভেঙ্গে যাচ্ছে ব্যাপক হারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy