লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
ইংল্যান্ডে দ্বিতীয়বারের মত জাতীয় লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
আগামী বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান করোনা সংক্রমন বৃদ্ধি পেতে থাকায় লকডাউন ঘোষণা করা ছাড়া আর
কোন বিকল্প ছিলো না তার হাতে। তিনি বলেন, মেডিকেল ও নৈতিক বিপর্যয় থেকে এনএইচএস কে রক্ষা
করতেই এই সিদ্ধান্ত। তিনি মনে করেন এর ফলে আগামী ক্রিসমাস ‘খুব আলাদা’ হবে এবং পরিবারগুলো
জড়ো হতে পারবেন।
আগামী বৃহস্পতিবার থেকে অপ্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট ও পাব ২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ
রাখতে হবে। তবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালু থাকবে।
আগামী ২ ডিসেম্বরের পর আবারো টায়ার সিস্টেমে ফিরে আসবে ইংল্যান্ড। বরিস জনসন আশা করেন,
বড়দিন সবাই মিলে উদযাপন করতে পারবেন। একই সাথে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের
কর্মচারীরা বেতনের ৮০ পাসেন্ট ডিসেম্বর পর্যন্ত পাবেন।
লকডাউনের নতুন নিয়মে লোকজনকে কোন কারন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। যেমন ঘরে
থেকে যদি কাজ কিংবা লেখাপড়া সম্ভব না হয় তাহলে তিনি বাইরে যেতে পারবেন।
শারিরিক অনুশীলনের জন্য ঘরের বাইরে বের হওয়া যাবে। এসময় ঘরের অথবা বাইরের একজনকে সাথে
রাখা যাবে।ঘরের বাইরে বা ভিতরে যেকোন ধরনের মিটিং নিষিদ্ধ।
পাব, বার, রেস্টুরেন্ট এবং অপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র টেইকওয়ে ও
কালেকশন রিটেইল চালু থাকবে। নির্মান সাইট এবং উৎপাদন কাজের জায়গা খোলা থাকবে।
শিশুরা ঘরের বাইরে গিয়ে বাবা-মার সাথে দেখা করতে পারবে, যদি বাবা-মা পৃথক হয়ে বসবাস
করেন।ক্লিনিক্যালি দূর্বল লোকদের বিশেষ যতবান হতে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় (শনিবার) ব্রিটেনে করোনায় আরো আক্রান্ত হয়েছে ২১,৯১৫ জন। যা গত
কালের চেয়ে প্রায় ২৫০০ জন কম। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৩২৬ জনের। মোট মৃতের
সংখ্যা ৪৬ হাজার ৫৫৫ জন। ব্রিটেনে মোট আক্রন্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy