লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
আগামি সোমবার থেকে ৩৩টি লাল তালিকা ভুক্ত দেশ থেকে ব্রিটিশ এবং আইরিশ নাগরিকরা যুক্তরাজ্যে ফিরে আসলে ১০ দিন সরকার অনুমোদিত হোটেলে কোয়ারান্টাইন করতে হবে ।
স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক ঘোষণা করেছেন-ইংল্যান্ডের কোয়ারান্টাইন হোটেলে থাকা পর্যটকদের থাকার জন্য ১,৭৫০ পাউন্ড চার্জ করা হবে। হোটেলে কোয়ারান্টাইন করতে যারা ব্যর্থ হবেন তাদের ১০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।মন্ত্রী আরও জানিয়েছেন ইংল্যান্ডে আসা কোন ব্যাক্তি যাত্রী ফর্মে মিথ্যা তথ্যও প্রদান করলে তাদের ১০ বছর পর্যন্ত জেলও হতে পারে।
হাউসে অব কমন্সে এক বিবৃতি প্রদান করে জনাব হ্যানকক বলেন-এই কর্মসূচির জন্য ১৬টি হোটেল চুক্তিবদ্ধ করা হয়েছে যেখানে ৪,৬০০ টি রুম সুরক্ষিত রয়েছে।এ ছাড়াও স্বাস্থ্য সচিব নিশ্চিত করেছেন যে কোন দেশ থেকে যুক্তরাজ্যে আসা সকল পর্যটকদের জন্য সোমবার থেকে ২টি করোনা পরীক্ষা দিতে হবে।
বাড়িতে বা হোটেলে ১০ দিনের কোয়ারান্টাইন সময়ের দুই এবং আট দিনের সময়ে এ করোনা পরীক্ষা করতে হবে।১,০০০ পাউন্ড জরিমানা যারা ১ম বাধ্যতামূলক পরীক্ষা নিতে ব্যর্থ হয় এবং দ্বিতীয় বাধ্যতামূলক পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য ২,০০০ পাউন্ড জরিমানা করা হবে।
এয়ারলাইন্স এবং ভ্রমণ কোম্পানিগুলোকে আইনগতভাবে নিশ্চিত করতে হবে যে যাত্রীরা যুক্তরাজ্যে ভ্রমণের আগে নতুন এই নিয়মে স্বাক্ষর করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy