পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে ইউনিস খানের পারফরম্যান্সে সন্তুষ্ট দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হলো। বৃহস্পতিবার ইউনিসের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি সাবেক টেস্ট স্পিনার আরশাদ খানকে নারী ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে এক বছরের মেয়াদে নিয়োগ দিয়েছে পিসিবি।
চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান ইউনিস। এখন মেয়াদ বাড়ানোয় আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই দায়িত্ব পালন শুরু করতে পারবেন পাকিস্তানের টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তীতুল্য ব্যাটসম্যান।
ইউনিসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ইংল্যান্ড সফরে ইউনিসের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy