শহিদুল ইসলাম সোহেলঃ
সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।তৃতীয় ধাপে ১০০জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ায় প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ মিলিয়ে ২৫০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হওয়ার নতুন রেকর্ড সৃষ্টি করেছেন।এরআগে ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে ২১২জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে বিজয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করেন। ইতিমধ্যে নানান নাটকীয়তা এবং বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ৮৩৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে (১১ নভেম্বর)। প্রথম ধাপে ২০৪ ইউপিতে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ১০০৪ ইউপিতে ভোট হবে। আর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট হবে ২৩ ডিসেম্বর।
নির্বাচন কমিশন কতৃক প্রাপ্ত তথ্যমতে,দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১,সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬৯ জন,সাধারণ সদস্য পদে ৬৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন একক প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যান। এদিকে তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সব মিলিয়ে তিন ধাপে চেয়ারম্যান পদে ২৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। এর মধ্য দিয়ে এবারের নির্বাচন পাঁচ বছর আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেল।এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি ভোটে দলটির ২১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতোদিন সেটাই ছিল সর্বোচ্চ।
জানা যায়,প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন একক প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যান।
এদিকে,তৃতীয় ধাপের ১০০৪ ইউপিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার (১১ নভেম্বর)। নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক (যুগ্মসচিব) এস এম আসাদুজ্জামান শুক্রবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমকে জানান,প্রার্থিতা প্রত্যাহারের পর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং নারী সদস্য পদে ১৩২ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy