রফিক তালুকদার, চট্টগ্রামঃ
সম্প্রতি নির্বাচন কমিশনের ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। পঞ্চম ধাপের এ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন হলেও মামলা সংক্রান্ত জটিলতায় এবারও নির্বাচন হচ্ছেনা ১১নং জুঁইদন্ডি ইউনিয়নে।
দ্বিতীয় বারের মত দলীয় প্রতীকে অনুষ্টিত এ নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি? এ নিয়ে পুরো উপজেলা জুড়েই চলছে নানা গুঞ্জন। চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেতে গত কয়েকদিন ধরেই ঢাকায় অবস্থান করছেন অনেকেই। স্থানীয় সাংসদসহ দলের কেন্দ্রিয় নেতাদের সম্মতি লাভ এবং দলীয় ফরম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন সবাই।
এদিকে তৃণমূলের মতামতের ভিত্তিতে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়য়েছে উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, গত এক মাস ধরে তৃণমূল পর্যায়ের সম্মতিতে প্রতি ইউনিয়ন থেকে ৩ জন করে প্রার্থী তালিকা তৈরি করে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন ফরমের সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
তবে নৌকা প্রতীক পাওয়ার এ দৌড়ঝাঁপে স্থানীয় অনেক বিতর্কিত, মাদক ব্যবসায়ী এবং জনবিচ্ছিন্ন লোকও রয়েছে বলে জানা গেছে। এদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যও করেছেন অনেকে।
নৌকা পেতে যেসব প্রার্থী দৌড়ঝাঁপে রয়েছেন তাদের মধ্যে আছেন ১নং বৈরাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সোলোয়মান, সাবেক চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি রাসেল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
২নং বারশত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম বাবুল ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক।
৩নং রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জানে আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিন শরীফ ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শফিকুর রহমান ও আওয়ামীলীগ নেতা এটিএম সেলিম।
৪নং বটতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য ও নারীনেত্রী রওশন আক্তার মুন্নি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ।
৫নং বরুমচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেনচৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ও উপজেলা আওয়ামী লীগের আজিজুল হক নসু।
৬নং বারখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক(আজিজ মেম্বার), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবদীন হেলাল।
৭নং আনোয়ারা সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা স্বপন ধর, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী।
৮নং চাতরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছাফা।
৯নং পরৈকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা এমএ ছালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মেহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন ও এম নুরুল হুদা।
১০নং হাইলধর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিদারুল আলম।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy