রফিক তালুকদার, চট্টগ্রামঃ
সকল জল্পনা কল্পনা ও হিসেব নিকেশের ইতি টেনে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ আও্যামীলীগ।
রবিবার মধ্যরাতে দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব নাম ঘোষনা করা হয়।
এর আগে ওইদিন সন্ধ্যায় গণ ভবনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটি স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা অনুষ্টিত হয়।
সভায় সমস্ত কিছু যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়।
এতে উপজেলার ১০টি ইউনিয়নে দলের মনোনীত প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষিত হয় তাঁরা হলেন-
১নং বৈরাগ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলী।
২নং বারশত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এম,এ,কাইয়ুম শাহ্।
৩নং রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জানে আলম।
৪নং বটতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম,এ,মান্নান চৌধুরী।
৫নং বরুমচাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামীলীগ নেতা ম,শামসুল ইসলাম।
৬নং বারখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এম,হাসনাইন জলিল শাকিল।
৭নং আনোয়ারা(সদর)ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অসীম কুমার দেব।
৮নং চাতরী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচারসম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।
৯নং পরৈকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুনুর রশীদ আশরাফ।
১০নং হাইলধর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম,কলিম উদ্দিন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy