রফিক তালুকদার, চট্টগ্রামঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যন পদপ্রার্থী মামুনুর রশীদ চৌধুরী আশরাফ এর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
শনিবার(১৭ ডিসেম্বর) সকালে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফের করা আপিলের নিস্পত্তি শেষে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। ঋণ খেলাপির অভিযোগ প্রমানিত না হওয়ায় মনোনয়নটি বৈধ ঘোষনা করা হয়।
এর আগে গত ১২ডিসেম্বর ৫ম ধাপের ইউপি নির্বচানের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়নটি বাতিল করেন অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো.রমজান আলী।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সূর্যোদয়কে জানান, গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে উক্ত প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগটি উত্তাপিত হয়, যার প্রেক্ষিতে উক্ত ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনোনয়নটি বাতিল করেন।
পরে ওই চেয়ারম্যান প্রার্থী জেলা নির্বাচন অফিসে আপিল করেন।
অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী বলেন, আওয়ামিলীগ মনোনীত প্রার্থী আশরাফের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুসারে তার মনোনয়ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী আশরাফ বলেন, আমার ক্রেডিট কার্ডে কিছু টাকা ঋণ ছিল, যা আমি গত ৮ডিসেম্বরই পরিশোধ করেছি। ব্যাংকের সার্ভারের ত্রুটির কারণে এর ক্লিয়ারেন্স কপি সময়মত সরবরাহ না করায় আমাকে সাময়িক এ বিড়ম্বনায় পড়তে হয়েছে।
উল্লেখ্য, উক্ত ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আশরাফ ছাড়াও আরও দুইজন হেভিওয়েট স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, তাঁরা হলেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন সুজন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy